একের পর এক সরকার বিরোধী পোস্ট, খোদ মন্ত্রীর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক

0
71
One India

তিনি রাজ্যের মন্ত্রী। আর তাঁরই ফেসবুক অ্যাকাউন্ট ‘হ্যাক’। শুক্রবার এমনই দাবি করলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। সম্প্রতি রাজ্যের মন্ত্রীর ফেসবুক অ্যাকাউন্ট থেকে সরকার বিরোধী বেশ কিছু পোস্ট হয়। শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে। ব্যাপারটা কী? শুক্রবার মন্ত্রী জানালেন, আসলে তাঁর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছে।

এ দিন ফেসবুকেই পোস্ট করে অ্যাকাউন্ট হ্যাক হওয়ার খবর জানান মন্ত্রী। উদয়ন লেখেন, ‘আমার পার্সোনাল ফেসবুক প্রোফাইল, উদয়ন গুহ আর বাবুন, দুটোই সম্ভবত কেউ হ্যাক করে সরকার বিরোধী পোস্ট করছে। ব্যবস্থা নেওয়ার জন্যে পুলিশকে জানানো হয়েছে।’

https://www.facebook.com/UdayanGuha1/posts/1266675225467641?ref=embed_post

কোচবিহারের সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছেন মন্ত্রী। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘অভিযোগ জানিয়েছি। পুলিশ বিষয়টা দেখছে।’ দিনহাটা শহর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশু ধর বলেন, ‘একজন মন্ত্রীর অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেল, কারা করল, তাদের কী উদ্দেশ্য, এ সব জানা প্রয়োজন। আমরা পুলিশের কাছে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছি।’

তবে পুলিশ সূত্রে দাবি, অ্যাকাউন্ট হ্যাক হয়নি, কেউ মন্ত্রীর নামে ভুয়ো অ্যাকাউন্ট খুলে সরকার বিরোধী পোস্ট করছে। কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য বলেন, ‘বিষয়টা তদন্ত করে দেখা হচ্ছে।’ কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে বলেন, ‘সাইবার ক্রাইম এখন মারাত্মক জায়গায় চলে গিয়েছে। পুলিশ তদন্ত করে ব্যবস্থা নিক।’

One India

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here