মিনিটে ৩০টি ইংরেজি বা হিন্দি শব্দ টাইপ করতে পারেন? অনুবাদের কাজে অভিজ্ঞতা রয়েছে? ভারতীয় জাদুঘরে এমন ব্যক্তিকে নিয়োগ করা হবে। শূন্যপদ একটি।
ইয়ং প্রফেশনাল হিসাবে কাজ করতে হবে উল্লিখিত যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে। এ ক্ষেত্রে তাঁর হিন্দি ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি থাকা প্রয়োজন। স্নাতকোত্তর স্তরে ইলেক্টিভ বিষয় হিসাবে ইংরেজি থাকতে হবেই। তবে, বাংলা ভাষা জানা আবশ্যক।
নিযুক্ত ব্যক্তিকে প্রতি মাসে ৩৫ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। মোট এক বছরের চুক্তিতে কাজ চলবে। পরে ওই মেয়াদ আরও এক বছরের জন্য বৃদ্ধি করা হতে পারে। নিযুক্তের বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে।
আগ্রহীদের ডাকযোগে ভারতীয় জাদুঘরের অধিকর্তার কাছে আবেদন জমা দিতে হবে। ১৮ জুলাই আবেদনের শেষ দিন। কী ভাবে নিয়োগ করা হবে, সেই বিষয়ে জানতে ভারতীয় জাদুঘরের ওয়েবসাইটে (indianmuseumkolkata.org) গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।