CBI অফিসার পরিচয়ে ডিজিটাল অ্যারেস্টের ফাঁদ! খোয়া গেল দেড় কোটি

বারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগকে তদন্তভার দেওয়া হয়েছে

0
62
One India

বারাকপুর: ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর থেকে প্রায় ১ কোটি ৫৫ লক্ষ টাকা হাতিয়ে নিল সাইবার প্রতারকরা। বেলঘরিয়ার শীতলাতলা এলাকার বাসিন্দা সুশান্তকুমার আচার্যর সঙ্গে ঘটা এহেন সাইবার প্রতারণার খবর জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৭ জুন সুশান্তবাবুর কাছে সিবিআই অফিসার পরিচয় দিয়ে ফোন করে প্রতারকরা। ৩ জুলাই পর্যন্ত তাঁকে দফায়-দফায় সিবিআই-সহ ট্রাই, ইডি ও বিভিন্ন কেন্দ্রীয় সংস্থার আধিকারিক পরিচয় দিয়ে ফোন করা হয়। অভিযোগ, বৃদ্ধ অবসরপ্রাপ্ত সরকারি কর্মীকে ভয় দেখিয়ে বলা হয় তাঁর ২৪ ঘন্টা নজরদারি চালানো হচ্ছে। লাগাতার এহেন ফোন পেয়ে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে ভয়ে প্রতারকদের ফাঁদে পা দেন বৃদ্ধ। ধাপে ধাপে তিনি ব্যাঙ্ক থেকে প্রায় ১ কোটি ৫৫ লক্ষ টাকা দিয়ে ফেলেন। তারপরই পুলিশের দ্বারস্থ হন ওই অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী।

গত রবিবার এনিয়ে বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের গুরুত্ব বুঝে বারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগকে তদন্তভার দেওয়া হয়েছে।

 

One India

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here